Realme P2 Pro 5G: সনির ক্যামেরা সেন্সর এবং কার্ভ ডিসপ্লের চোখ ধাঁধানো ফোন ! কবে আসছে জানুন ?

Realme ভারতের জনপ্রিয় একটি মোবাইল ফোন নির্মাতা। যুব সমাজের নজর কেড়েছে তার ডিজাইন এবং ক্যামেরা জন্য। ইতিমধ্যে রিয়েলমি তাদের নতুন একটি ফোন Realme P2 Pro 5G লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে অনবদ্দ কিছু ফিচার যা ইউসার দেড় মন কাড়তে বাধ্য। 6.7 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে

Realme P2 Pro 5G ফিচার

ডিসপ্লে : Realme P2 Pro 5G তে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচইডি Samsung এর কার্ভ এমোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ এর রিফ্রেশ রেট। এবং রয়েছে ২৪০ হার্জ এর টাচ স্যাম্পিং রেট এবং ১২০০ নিটস এর পিক ব্রেইনেস দেওয়া হয়েছে ফোনটিতে।

প্রসেসর : প্রসেসিং এর জন্য ফোনটিতে রয়েছে পাওয়ারফুল Qualcomm Snapdragon 7s Gen 2 5G চিপসেট। GPU তে দেওয়া হয়েছে Adreno 710 GPU গ্রাফিক্স যেটি স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করবে ব্যবহারকারিদের। প্রসেসরটির  AnTuTu Benchmark 598370

AnTuTu Benchmark – Qualcomm Snapdragon 7s Gen 2

CategoryScore
CPU202,725
GPU117,067
Memory125,553
UX153,025
Total Score598,370

স্টোরেজ : ৩ টি স্টোরেজ অপসন এ কেনা যাবে ফোনটি 8GB/128GB, 12GB/256GB, এবং 12GB/512GB ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4x RAM এবং UFS 3.1 এর সাপোর্ট।

ব্যাটারী : পাওয়ার ব্যাকআপ এর জন্য দেওয়া হয়েছে 5200 mAh এর ব্যাটারী যেটি 80W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে।

ক্যামেরা : ক্যামেরাতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 OIS সেন্সর এবং ৮ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর এবং সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল এর সেন্সর।

সফটওয়্যার : অপারেটিং সিস্টেম হিসাবে Realme UI 5.0 দেওয়া হয়েছে যেটি চলবে Android 14 ওপর বেসড করে।

অন্যান্য ফিচার : P2 Pro তে সমস্ত রকম 5G ব্যান্ড এর সাপোর্ট রয়েছে। রয়েছে ব্লুএটুথ ৫. ২ , wifi ৬ এর সাপোর্ট type – C চার্জিং পোর্ট। ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। sophisticated কুলিং সিস্টেম সঙ্গে 4500mm² tempered VC এবং 9953mm² graphite 3D VC থার্মাল কুলার এর সাপোর্ট যেটি ফোনকে অতিরিক্ত হিট হওয়া থেকে রক্ষা করবে। স্পেশাল GT mode দেওয়া হয়েছে গেমিং এর জন্য। রয়েছে IP65 রেটিং।

আরো পড়ুন : Vivo V40e: চলতি মাসের শেষেই লঞ্চ হচ্ছে ভারতের বাজারে। জানুন বিস্তারিত ফিচার

Realme P2 Pro 5G দাম। এবং কোথা থেকে কেনা যাবে

ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB/128GB দাম ₹21,999 টাকা , 12GB/256GB দাম ₹24,999 টাকা , 12GB/512GB স্টোরেজ এর দাম ₹27,999 টাকা। দুটি কালার অপশনে পাওয়া যাবে Eagle Grey এবং Parrot Green ফোনটির সেল শুরু হবে 17th September, 6PM থেকে পাওয়া যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে।